লোহাগড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজ শুক্রবার সকালে আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ শান্তিপূর্ণভাবে সম্পুর্নের লক্ষ্যে নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া, মহাজন, বড়দিয়া, মল্লিকপুর, ইতনাসহ বিভিন্ন এলাকায় স্থানীয় জনসাধারণ ও প্রার্থীদের সাথে আইন শৃঙ্খলা এবং নির্বাচনী বিধিমালা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করলেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরও বলেন, আগামী ২৬ শে ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও আনসার নিয়োজিত থাকবে। তিনি সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ও নির্বাচনী বিধিমালা মেনে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এছাড়া যে কোনো সমস্যায় বিট অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ৯৯৯ এ যোগাযোগ করার জন্য তিনি পরামর্শ দেন। এ সময় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু হেনা মিলন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় জনসাধারণ, প্রার্থীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
No comments
please do not enter any spam link in the comment box.