আজ রোববার (৭নভেম্বর) সকাল ১১টায় চিত্রা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইলের গোবরা মিত্র কলেজ ঘাট হতে সাঁতার প্রতিযোগিতা শুরু হয়ে নড়াইল শহরের বাঁধাঘাটে এসে শেষ হয়। এরপর দুপুরের দিকে সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু , বাংলাদেশ সুইমিং ফেডারেশন’র সাধারণ সম্পাদক এমবি সাইফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু , নড়াইল চেম্বার অব কমার্স’র সভাপতি ও বিশিষ্ট ক্রিড়া ব্যক্তিত্ব মোঃ হাসানুজ্জামান, গ্রীন ভয়েস নড়াইল জেলার সমন্বয়ক শরিফুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান বিজয়ী পুরুষ ও মহিলা সাতারুদেও পুরস্কার হিসেবে নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়।
No comments
please do not enter any spam link in the comment box.