যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক ১
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি//সিরাজুল ইসলাম ওরফে ওহেদুল ৪৫ ,নামে একজন যুবকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত ১টি বাইসাইকেলসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল উপজেলার ৪ নং ঘিবা ৩নং ওয়ার্ডের মৃত- হযরত আলীর পুত্র বলে জানা গেছে।
গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৫ নভেম্বর বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণবাটি সাকিনস্থ যশোর টু বেনাপোল সড়কের জনৈক আব্দুল মালেকের ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপরে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই মোঃ আশরাফুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২ (কেজি) গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে। উক্ত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৬৪ হাজার টাকা। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
No comments
please do not enter any spam link in the comment box.