Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে ৩ লাখ টাকা লুট

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি // অভয়নগরে খাবারের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে নগদ ৩ লাখ টাকা ২ ভরি স্বর্ণালংকার ২টি মোবাইলসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে অজ্ঞানপার্টির সদস্যরা। 


    অচেতন পরিবারের ৫ সদস্যকে অভয়নগর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার দেয়াপাড়া গ্রামের আরিফ মোল্যার বাড়িতে দুঃধর্ষ এ চুরির ঘটনা ঘটে। 


    পরিবার ও স্থানীয়দের সুত্রে জানা যায়, বুধবার রাতে অজ্ঞাত কেউ রান্নাঘরে রাখা খাবারের কৌশলে চেতনানাশক ঔষুধ মিশিয়ে রেখে যায়, রাতের খাবার খাওয়ার পর পরিবারের ৫ সদস্য অচেতন হয়ে পড়ে। এই সুযোগে সংবদ্ধ চোর চক্রটি বাড়ির আলমারী ভেঙ্গে নগদ ৩ লাখ টাকা ও ২ ভরী স্বর্ণ মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে যায়। সকালে এলাকাবাসী ঐ বাড়ি কোন সাড়া শব্দ না পেয়ে তাদের অচেতন অবস্থায় দেখতে পান।  


    এমতবস্থায় স্থানীয়রা আরিফ মোল্যা (৫০) জোলেখা বেগম (৪৫) আমেনা (২২) ও নওয়াপাড়া কলেজের শিক্ষার্থী জাকারিয়া (২০) ও প্রতিবন্ধি শরিফ আহম্মেদ (৩৩) কে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যপারে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি ভুক্তভোগী জোলেখা বেগম বলেন, যে টাকা গুলো নিয়ে গেছে তা বাড়ির কাজের জন্য এনে রাখা হয়েছিল। ছেলে মেয়ের মোবাইল সহ ২ ভরী স্বর্ণ তারা নিয়ে গেছে। এতে করে আমরা বিরাট ক্ষতিগ্রস্থ হলাম। দ্রুত অপরাধী চক্রটিকে গ্রেফতারের জোর দাবীও জানান তিনি। 


    পাথালিয়া পুলিশ ক্যাম্পের আইসি শামছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নড়াইল এবং অভয়নগরের সীমান্তবর্তী এলাকা হওয়ায় অপরাধী চক্রটি মাথা চাড়া দিয়ে উঠেছে। চক্রটিকে ধরতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad