আজ কেশবপুরের সাবেক এমএনএ সুবোধ মিত্রের ১৫'তম মৃত্যুবার্ষিকী
পরেশ দেবনাথ, কেশবপুর,// মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও সাবেক এমএনএ সুবোধ মিত্রের ১৫’তম মৃত্যুবার্ষিকী আজ ২০ জানুয়ারি বৃহস্পতিবার। অসাম্প্রদায়িক চেতনার এই গুনী মানুষটি কেশবপুরের এক সময়কার বলিষ্ঠ কণ্ঠস্বর সুবোধ মিত্র কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব ও প্রয়াতের ছেলে এ্যাডভোকেট মিলন মিত্র জানান, দিনটি পালনে উপলক্ষে আজ বৃহস্পতিবার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কেশবপুরের বালিয়াডাঙ্গায় তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সুবোধ মিত্র প্রতিবন্ধী বিদ্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য ২০০৭ সালের ২০ জানুয়ারি হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে তিনি কেশবপুর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
No comments
please do not enter any spam link in the comment box.