কেশবপুরের সন্তান বিশিষ্ট কবি ও নাট্যকার মুহম্মদ শফি 'নাট্যভূষন' খেতাবে ভূষিত
বঙ্গবন্ধু জন্ম শত বার্ষিকী উৎসব-২০২১উপলক্ষ্যে "বঙ্গবন্ধু লেখক পরিষদ" বিশিষ্ট কবি ও নাট্যকার মুহম্মদ শফিকে নাট্য সাহিত্যে বিশেষ অবদানের জন্য 'নাট্যভূষন' খেতাবে ভূষিত করেছে। সম্প্রতি বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহম্মেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে এই খেতাবের সম্মাননা স্মারক নাট্যকার মুহম্মদ শফি'র হাতে তুলে দেন।
জাতীয় ব্যক্তিত্বদের ওপর রচিত নাটক "বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় কবি নজরুল ইসলাম, মহাকবি মধুসূদন ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ সাহিত্যে অন্যান্য শাখায় এযাবৎ তার প্রকাশিত গ্রন্থের সংখ্য প্রায় একশত।
১৯৬০খ্রিষ্টাব্দের ১৫ফেব্রুয়ারি যশোরের কেশবপুর পৌরসভার ভবানীপুর গ্রামে কবি মুহম্মদ শফি জন্ম গ্রহন করেন। ঢাকার ঐতিহ্যবাহী কলেজের বাংলা বিভাগে সূদীর্ঘ কাল শিক্ষকতার পেশা শেষে বর্তমান অবসর জীবন যাপন করছেন।
No comments
please do not enter any spam link in the comment box.