খুলনায় পুলিশি বাধায় বিক্ষোভ ও সমাবেশ পন্ড
খুলনার খবর// বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ পুলিশের বাধার মুখে পন্ড হয়েছে। সমাবেশ থেকে নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে।
আজ সোমবার সকাল ১১ টায় দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করলে পুলিশ তাতে বাধা প্রধান করে। পরে অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভ সমাবেশে নগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পুলিশ অতি উৎসাহী হয়ে মারমুখী আচরণ শুরু করেছে। তাদের আঘাতে আমাদের কিছু নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ আমাদের দমাতে পারবে না। খুলনার জনগণ রক্ত দিতে প্রস্তুত।
তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত রোববার বলেছেন, বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য যেকোনো আন্দোলন করতে পারে। সেখানে পুলিশ কোনো আক্রমণ করতে পারবে না। অনুমতি দেওয়া সত্ত্বেও পুলিশ আমাদের ওপর চড়াও হয়েছে।
এসময় নেতা কর্মীরা বলেন, তিনবার সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। কিন্তু সেখানে জালেম আওয়ামী সরকার বাধা প্রদান করছে। আমাদের দাবি যত দিনে না মেনে নেওয়া হবে এ আন্দোলন চলবে।
নেতা কর্মীরা আরো জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এ সময় নেতার্মীদের ওপর পুলিশ চড়াও হয় এবং লাঠিপেটা করে। দুই দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এদিকে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দৈনিক জন্মভূমি পত্রিকার চিত্র সাংবাদিক ও সময় টিভির চিত্রগ্রাহক আহত হয়েছেন। এ সময় তাদর সদর হাসপাতালে নেওয়া হয়।
No comments
please do not enter any spam link in the comment box.