কেশবপুরে অবৈধভাবে ফুটপাথ দখল করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর// কেশবপুরে অবৈধভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করায় দায়ে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।গতকাল বুধবার দুপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের ফুটপাথ অবৈধভাবে দখল করে কিছু ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। এর ফলে ফুটপাথ দিয়ে পথচারীদের যাতায়াতে ব্যাপক সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শহরের ত্রিমোহিনী মোড় এলাকার ব্যবসায়ী রাজকুমার ঘোষকে ২ হাজার, প্রণব সাহাকে ২ হাজার, অজয় ঘোষকে ২ হাজার ও গোবিন্দ কুমারকে ৫শ’ টাকা জরিমানা করেন। ফুটপাত জনগনের চলাচলের সুবিধা করে দেওয়ায় পথচারীরা খুশি।
No comments
please do not enter any spam link in the comment box.