নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ
মোঃ আলমগীর হোসেন, লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ঃ নড়াইলে ফাতেমা নামে একজনকে হত্যার দায়ে রিপন মোল্ল্যা নামে এক ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।
এসময় আরো ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। দন্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকসেদ মোল্ল্যা(মকু)'র ছেলে। মামলার বিবরনে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার কালিনগর গ্রামের মোকছেদ ওরফে মকু মোল্ল্যার মেয়ে ফাতেমাকে ২০১৯ সালের ১৯ নভেম্বর বেলা ৩টার দিকে কালিনগর গ্রামের নালিয়া নদীর ঘাটে কাপড় পরিস্কার করতে যায়। আসামী রিপন মোল্ল্যা পেছন থেকে ধাক্কা মেরে পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি ও টেংগারি দিয়ে জখম করে হত্যা করে। পরে লাশ পানির নিচে কাদায় পুতে রাখে।
আসামী রিপন মোল্ল্যার ছেলে রাসেদ মোল্ল্যা বিষয়টি দেখতে পায়। বিকেলে ফাতেমাকে অনেক খোঁজা -খুজির পর না পেয়ে এক পর্যায়ে রাসেদ মোল্ল্যার বর্ণনা অনুযায়ী নদীর ঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসামি রিপন মোল্ল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা শিকার করে। এ ঘটনায় ফাতেমার পিতা মোকসেদ ওরফে মকু মোল্ল্যা বাদি হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য আসামি রিপন মোল্ল্যা ও ফাতেমা সম্পর্কে আপন ভাই-বোন।
No comments
please do not enter any spam link in the comment box.