বটিয়াঘাটার বারোআড়িয়া স্মৃতিসৌধ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা
ডুমুরিয়া উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,শহীদ জ্যোতিষের ভাই অরবিন্দু মন্ডল,জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর,বারোআড়িয়া যুদ্ধের উপ অধিনায়ক যুদ্ধের সৈনিক নুরুল ইসলাম খোকন, এ যুদ্ধের সৈনিক বীর মুক্তিযোদ্ধা বজরুল রশিদ আজাদ,চন্দ্রকান্ত তরফদার,জি এম নাজিম উদ্দিন।
বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ,বটিয়াঘাটা ইউনিট, মুজিববাহিনী ৭১ ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বীর মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও সংবাদকর্মী। আরো উপস্থিত ছিলেন অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, উপ অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা
নুরুল সলাম খোকন ও যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা খুলনার বাগমারার তপন কুমার বিশ্বাস,বটিয়াঘাটার সামছুর রহমান বিশ্বাস, মুকুল কান্তি বিশ্বাস,বজলু রশিদ আজাদ, টুটপাড়ার প্রশান্ত কুমার ঘোষ, রনজিত ইন্দু বল,খায়রুল কবির লনি, বটিয়াঘাটার হরিপদ মন্ডল,ডুমুরিয়ার চন্দ্র কান্ত তরফদার, শুধাংশ শেখর ফৌজদারী, সন্তোষ রাহা, অমল বৈরাগী, হিমাংশু বৈরাগী., নির্ভল রায়, সন্তোষ বিশ্বাস, রাম কৃষ্ণ বিশ্বাস, তেরখাদার গাউজ কবির কালু,শেখ ফিরোজ রহমান, আবু সিনা, ইবনে ওয়াইদ, তেতুলতলা ক্যাম্প থেকে আগত মোস্তাফিজুর রহমান নবাব, আব্দুর রব, সালাউদ্দিন হাবিব, তৈবুর রহমান, কালিকুজ্জামান বাবুল,জাহিদ শেখ, আনোয়ার খা, আব্দুল গফফার, বিদ্যূৎ,বাচ্চু, ও চান্দু আরো অনেকে। উপস্থিত ছিলেন,খুলনার সাংবাদিক মোতাহার রহমান বাবু,বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর প্রমুখ।
No comments
please do not enter any spam link in the comment box.