Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    অভয়নগরে পুরোদমে চলছে ভ্যাক্সিনেশন কার্যক্রম: নারীদের দীর্ঘ লাইন

    প্রনয় দাস, অভয়নগর উপজেলা প্রতিনিধি //বৈশিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে একযোগে চলছে ভ্যক্সিনেশন কার্যক্রম। তারই ধারাবাহিকতায় অভয়নগরে পুরোদমে চলছে টিকাদান কর্মসূচি। 

    আগেভাগে টিকার ডোজ কমপ্লিট করতে অভয়নগর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ভীড় করছে বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ। বুধবার দুপুরে হাসপাতাল ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। 


    টিকা নিতে আসা নারীদের চাপ সামলাতে রিতিমত হিমসিম খেতে দেখা গেছে হাসপাতাল কর্তৃপক্ষকে। হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার নারীদের লাইন গিয়ে ঠেকেছে নিচ তলায়। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ২টি বুথের মাধ্যমে প্রতিদিন ১ হাজার থেকে ১হাজার ৫শ মানুষকে সিনোফার্মার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র রেজিষ্ট্রেশন করে এসএমএস ছাড়া টিকা নিতে আসলে তাদেরকে টিকা দেওয়া হচ্ছেনা। 


    নারীদের দির্ঘ্য লাইনের ব্যাপারে জানতে চাইলে ক্লিনিকপাড়ার সাজেদা ইকবাল  বলেন, সকাল থেকে টিকা নিতে লাইনে দাঁড়িয়ে আছি অথচ এখনো সিরিয়াল পেলাম না। সমসপুরের অনামিকা রায় বলেন, গত মাসের ৯ তারিখে প্রথম ডোজ নিয়েছিলাম আজ দ্বিতীয় ডোজ নিতে এসেছি। রাজঘাটের ঘোড়া বটতলা থেকে টিকা নিতে আসা ৮৫ বছরের বৃদ্ধা হাফিজা খাতুন জানান ভীড়ের কারণে কিছুটা ভুগান্তির কথা। অভয়নগর উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলিমুর রাজিব বলেন, ২৬টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা ১২ হাজারের অধিক মানুষকে টিকা প্রদান করতে সক্ষম হয়েছি। সিনোফার্মা টিকার পর্যাপ্ত মজুদ থাকায় হাসপাতাল থেকেও প্রতিদিন টিকা প্রদান করা হচ্ছে। ২৪ শে অক্টোবরের আগে যারা রেজিষ্ট্রেশন করেছে তারা সবাই এসএমএস পেয়েছে। পর্যায়ক্রমে সবাইকে টিকা প্রদান করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad