অভয়নগরে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পথে ১১ জন শিক্ষার্থী
প্রনয় দাস, অভয়নগর প্রতিনিধি // ঐতিহ্যবাহী নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থীর ডাক্তার হওয়ার স্বপ্ন পুরণ হোতে চলছে আজ। ওদের স্বপ্ন একদিন ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। সেবার প্রত্যয় নিয়ে ওরা গত ১ এপ্রিল মেডিকেল কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
ওদের মধ্যে জান্নাতুল ফেরদাউস ঢাকা মেডিকেলে, রুবাইয়াত রহমান রুবা যশোর মেডিকেলে,
ফাহারিয়া আনঞ্জুম সুনামগঞ্জ মেডিকেলে, মুশফিকুর রহমান খুলনা মেডিকেলে, আসিফ ইকবাল খুলনা মেডিকেলে, রমিজ মুস্তাকীন রাজশাহী মেডিকেলে, সজীব আহমেদ গোপালগঞ্জ মেডিকেলে, জি এম জুবায়ের হোসেন খুলনা মেডিকেলে, ফাহিমা মাহজাবিন মার্জিয়া ঢাকার মুগদা মেডিকেলে, পূর্ণেন্দু বিশ্বাস রাজশাহী মেডিকেলে এবং এস এম আবিদ হাসান খুলনা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার গৌরব অর্জন করে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১১ জনের স্বপ্ন পূর্রণ ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান সহ শিক্ষার্থীদের অভিবাবকরা।
No comments
please do not enter any spam link in the comment box.