Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদে (ইউপি) নারী সংরক্ষিত সদস্যপদে নির্বাচিত হয়েছেন হিজড়া সম্প্রদায়ের শাহিদা বিবি

    মোঃ ইনামুল শেখ,ডুমুরিয়া প্রতিনিধি// ডুমুরিয়ার ছয় নম্বর মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদে (ইউপি) নারী সংরক্ষিত সদস্যপদে নির্বাচিত হয়েছেন হিজড়া সম্প্রদায়ের শাহিদা বিবি (৪৩)। তিনি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন।


    তার প্রতীক ছিল মাইক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক হাজারেরও বেশি ভোট পেয়ে জয় ছিনিয়ে নেন তিনি। শাহিদা মাইক প্রতীকে পান ২ হাজার ৭৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাইলা বেগম পেয়েছেন এক হাজার ১৪ ভোট।

    নির্বাচিত হয়ে শাহিদা বলেন, ‘এলাকাবাসীর দোয়া ও ভালোবাসায় আমি নির্বাচিত হয়েছি। আমি আমাদের (হিজড়া সম্প্রদায়ের) অধিকার নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব। শুধু তা-ই নয়, গরিব, দুঃখী ও অসহায়দের পাশে থাকব। আমি কোনো দিন কোনো মানুষকে কটু কথা বলিনি। কাউকে বিরক্ত করিনি। সে কারণেই হয়তো মানুষ আমাকে মূল্যায়ন করেছে।'


    শাহিদা ডুমুরিয়ার ছয় নম্বর বেতাগ্রাম সদর ওয়ার্ডের বাসিন্দা। এখানে দীর্ঘদিন ধরে নিজে বাড়ি করে বসবাস করছেন। তার বাবার বাড়ি দক্ষিণ চুকনগর। বাবার নাম আব্দুর রাজ্জাক মোড়ল।


    আগামীর পরিকল্পনা সম্পর্কে শাহিদা বলেন, এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। মানুষ যে ভালোবাসা দিয়েছে, তার প্রতিদান দিতে চাই। এ জন্য সবার সহযোগিতা চাই।

    তৃতীয় লিঙ্গের একমাত্র ভোটার মুক্তা মণি বলেন, অনেক স্বপ্ন নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শাহিদা বিবির পক্ষে ভোট চেয়েছি। তারা আমাদের মূল্যায়ন করেছে। এর চেয়ে আর বড় কিছুই চাওয়া পাওয়া নেই।


    ২০০৯ সালের ডিসেম্বরে হিজড়াদেরকে সর্বপ্রথম ভোটাধিকার দেওয়া হয়। ২০১৩ সালে হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া সংক্রান্ত নীতিমালা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়৷ ২০১৪ সালের ২৬ জানুয়ারি হিজড়াদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে সরকার৷ ভোটারতালিকায় নারী ও পুরুষের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসেবে আরেকটি পরিচয় অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad