বটিয়াঘাটার জলমা ইউনিয়নে নৌকার কাণ্ডারি বিধান রায়
গত কয়েকদিন যাবৎ জলমা ইউনিয়নে উপজেলা পর্যায়ে আ’লীগ, ইউনিয়ন আ’লীগ ও অঙ্গসংগঠনের পদাসীন নেতা-কর্মী দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন কেনেন। জলমা ইউনিয়ন থেকে আ’লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যে সকল নেতারা দলীয় ফর্ম ক্রয় করে কেন্দ্রে দৌড় ঝাঁপ করছিলেন তারা হলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও বিগত বাবের নৌকার প্রার্থী অনুপ গোলদার, উপজেলা আ’লীগের সদস্য বিশিষ্ট দানবীর ও সমাজ সেবক আলহাজ্ব আসলাম তালুকদার, ৭নং ওয়ার্ড আ’লীগ সদস্য ও সাবেক ছাত্রনেতা নারায়ন চন্দ্র রায় ও উপজেলা যুবলীগের সদস্য উদীয়মান তরুণ প্রজন্মের নেতা রথীন্দ্রনাথ রায় । তবে সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ রবিবার বেলা সাড়ে ১২টায় জলমা ইউনিয়নের নৌকার মাঝি হিসেবে বিধান চন্দ্র রায় এর নাম ঘোষনা করেন আ’লীগের কেন্দ্রীয় কমিটির মনোনয়ন বোর্ডের নেতারা।
অন্যদিকে, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আ’লীগের নেতা কর্মীদের মধ্যে নতুন ইমেজ তৈরি হয়েছে । উৎসুক নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে মিষ্টি বিতরণ শুরু করেছে। সব মিলিয়ে উপজেলার জলমা ইউনিয়নে এখন নির্বাচনী উৎসবের আমেজ পুরোদমে বইতে শুরু করেছে।
No comments
please do not enter any spam link in the comment box.