লবণাক্ততা মোকাবেলায় উপকূলীয় জনগোষ্ঠীর পাশে UNDP -DSk-GCA প্রকল্প
শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা খুলনা প্রতিনিধি:-দক্ষিণ উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবেলায় UNDP-DSk-GCA বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে। এ প্রকল্পের আওয়াতায় রবিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় লতা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ২৮৩টি পানির ট্যাংকির ভিত্তিপ্রস্তর শুভউদ্ভোধন করেছেন লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু কাজল কান্তি বিশ্বাস।
প্রকল্পটি মূলত উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবেলার অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ এ প্রকল্পের মূল্য লক্ষ্যে। পানির ট্যাংকির ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, DSK প্রজেক্ট ম্যানেজার ধনেশ চন্দ্র শীল, লতা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মঙ্গল চন্দ্র মন্ডল, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জগদীশ চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বিজন হালদার, ফেরদৌস ঢালী, আজিজুল বিশ্বাস, মহিলা সদস্য বিনতা বিশ্বাস, রীনা পারভিন, প্রজেক্ট সহকারী প্রকৌশলী তন্ময় হালদার, সুপারভাইজার জয়ন্ত আচার্য, সাবেক ইউপি সদস্য মীর ইব্রাহিম খলিল পরান, লতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিথুন সরকার, ছাত্রনেতা দীপায়ন বিশ্বাস, আশিক সরকার, অমৃত লাল সরদার ও আলাউদ্দিন সানাসহ লতা ইউপির সকল উপকারভোগী।
No comments
please do not enter any spam link in the comment box.