কালিয়ায় আইনশৃংখলার বিশেষ সভা অনুষ্ঠিত
আজ বুধবার সকালে ওই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ, এনএসআইয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, জেলা আনছার ও ভিডিপির কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাশ, অতিরিক্ত জেলা ম্যজ্যিষ্ট্রেট দেবাশীষ চক্রবর্তী, কালিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার প্রনব কুমার সরকার প্রমূখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলার ১২টি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাগণ, কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া, নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন, লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সহ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্য পদের প্রার্থীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা।
No comments
please do not enter any spam link in the comment box.