নগরীতে শেখপাড়া উইনার্স ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন
গতকাল শুক্রবার (১৪ জানুয়ারী) বিকেলে নগরীর বিদ্যুৎ স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সোনাডাঙ্গা থানা আ.লীগের সহ-সভাপতি জনাব এস,এম রাজুল হাসান রাজু।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,জনাব মোঃ জাহিদুল হক(সভাপতি,১৯নং ওয়ার্ড আ.লীগ),হাজী মোঃ মোতালেব মিয়া (সাধারন সম্পাদক,১৯নং ওয়ার্ড আ.লীগ),মোঃ আবিদ আমির(বিশিষ্ট সমাজ সেবক),মোঃ আশরাফ উদ্দিন(ব্যবসায়ী),মোঃ আয়নাল শেখ(যুগ্ম সাধাঃ সম্পাদক,১৯নং ওয়ার্ড আ.লীগ),মোঃ মোস্তাফিজুর রহমান খান(কার্যকারী সভাপতি,কেন্দ্রীয় নির্বাহী কমিটি),মোঃ আলমঙ্গীর হোসেন(সাধারন সম্পাদক,কেন্দ্রীয় নির্বাহী কমিটি),জনাব মোঃ শাহীন আহমেদ(সাধারন সম্পাদক,খুলনা মহানগর)।
আশরাফ স্মৃতি সংসদের আয়োজনে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় স্টার বয়েজ ফুটবল দল ২-০ গোলে সিদ্দিকিয়া মহল্লা ফুটবল দলকে হারিয়ে বিজয়ী হয়।
No comments
please do not enter any spam link in the comment box.