Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ভেজাল সার বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

    শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :- পাইকগাছা পৌর সদরে সার এর দোকান গুলোতে   ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করেন 

     উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মমতাজ বেগম। এসময় 

    সরকারী সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভেজাল সার বিক্রয়ের অপরাধে তনুশ্রী ট্রের্ডাসের স্বাধিকারী তন্ময় সাধুকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১১প্যাকেট ভেজাল দস্তা সার জব্দ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা  কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজ্যোতি সরকার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায় ও এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন মুকুল, পেশকার দিপংকর প্রসাদ মল্লিক, বাবলু রায় সহ আনছার সদস্যবৃন্দ।এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান,

    জনসচেতনতা বৃদ্ধি, ভেজাল সার প্রতিরোধ,ভোক্তা অধিকার আইন সংরক্ষণ আইন, নাগরিক অধিকার বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। ভেজাল দস্তা সার বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে জরিমানা এ

    বং জব্দকৃত সার নষ্ট করা হয়েছে। পাশাপাশি ভেজাল সার বিক্রয় নিরুৎসাহ ও বন্ধে  সর্তকবার্তা দেওয়া হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad