বটিয়াঘাটার বারোআড়িয়া বাজারে আগুন
মোঃ ইমরান, বটিয়াঘাটা উপজেলা,খুলনা// আজ মঙ্গলবার সকাল ৭ দিকে বটিয়াঘাটা উপজেলা বারোআড়িয়া বাজারে একটি কাঠঘর আগুনে পুড়ে গেছে। স্থানীয় ব্যাবসায়ী মোঃ মাহাবুর শেখ জানায়, বাজারের কাঠ ব্যাবসায়ী মোঃ মোবারক গাজীর স্ত্রী সকালে রান্নাঘরে রান্না সেরে আগুন না নিভিয়ে রেখে দেয়। ঐ চুলার আগুন থেকে পরে প্রথমে তার রান্নাঘরে আগুন ধরে যায়। রান্নাঘরসহ একটি কাঠেরঘর পুড়ে বশীভূত হয়ে যায়।
বাজার কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর গাজী বলেন,তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে পাশে থাকা একটি ডিজেলের ঘরছিল। অল্পের জন্য বড়ধরনের দূর্ঘটনা ঘটতে পারিনি। রান্নাঘরে আগুন ধরার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে নদনদী ও পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। যে কারণে বাজারের অন্য কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাজারবাসি জানিয়েছন,আগুন নেভানো না গেলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল।
No comments
please do not enter any spam link in the comment box.