ইংরেজি নববর্ষ উপলক্ষে দৈনিক খুলনার খবরের উপদেষ্টা মন্ডলীর সম্পাদকের শুভেচ্ছা
খুলনার খবর// ইংরেজি নববর্ষ উপলক্ষে সকল সাংবাদিক,পাঠক ও দেশবাসী এবং প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের ইসি কমিটির সদস্য ও দৈনিক জন্মভূমি পত্রিকার মফস্বল সম্পাদক এবং দৈনিক খুলনার খবরের উপদেষ্টা মন্ডলীর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আনিসউদ্দিন।
গতকাল শুক্রবার খ্রিষ্টীয় নতুন বছর-২০২২ উপলক্ষে দেওয়া এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, প্রকৃতির নিয়মেই যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও দেয় আনন্দ বা কখনো কৃতকর্মের শিক্ষা। নব উদ্যোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাবো এটাই প্রত্যাশা।
No comments
please do not enter any spam link in the comment box.