অভয়নগরে জমিজমার বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত ৩
এ ঘটনায় শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের মুন্সি সিরাতুল ইসলাম, তার ভাই মুন্সি শহিদুল ইসলাম ও ভাইপো এহসানুল হক তাছিনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানায় মুন্সি সিরাতুল ইসলাম বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বাদি মুন্সি সিরাতুর ইসলামের খাস জমির ভিতর বিবাদির দোকানের একটি অংশের ভিতর চলে আসে। এসময় তাদের কে সে নিষেধ করলে তারা তাকে মারধর করে। পরে তার ভাই মুন্সি শহিদুল ইসলাম তাকে ডাকলে সে ভাইয়ের দোকানে এসে ভাইয়ের সাথে কথা বলার সময়।
বিবাদি আব্দুর রহসান খান (৬৫) পিতা মৃত রওশন খান, সাইফুল খান(৩৫) মহিদুল খান(৩০) দুই জনের উভয় পিতা আব্দুল রহমান খানসহ অজ্ঞাত ১০-১২ জন তার ভাইয়ের দোকানে ঢুকে লোহার রড, বাঁশ লাঠি সোঠা নিয়ে তাকে মারতে গেলে তার ভাই ঠেকাতে আসলে তার ভাই মুন্সি শহিদুল ইসলামকে বেদক মারপিট করে।
এসময় বিবাদিরা তার ভাইয়ের পকেটে থাকা শক্তি ফাউন্ডেশনের লোনের ৫০ হাজার টাকা নিয়ে নেয়। দোকানে থাকা নগদ ১৫-১৬ হাজার টাকা ও ২০ হাজার টাকার মাল জিনিস ভাংচুর করে। এসময় তার ভাইয়ের ছেলে এহসানুর হক তাছিন ঠেকাতে আসলে তাকে ও মারপিট করে। পরে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করা হয়।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানার ওসি মো. এ কে এম শামীম হাসান জানান অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।
No comments
please do not enter any spam link in the comment box.