Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

    ফাইল ছবি
    খুলনার খবর// খুলনার সাতটি ইউনিয়নে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে।আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে।খুলনা জেলার তেরখাদা ও রূপসা উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

    এদিন সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষে সকল প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন।


    খুলনা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয়ধাপে আজ তেরখাদা উপজেলার মধুপুর, আজগড়া, সাচিয়াদাহ, ছাগলাদাহ, তেরখাদা সদর ও বারাসাত ইউনিয়ন এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে সাতটি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রয়েছে মোট ৩১ জন, সংরক্ষিত আসনে নারী সদস্য পদে প্রার্থী ৯০ জন এবং সাধারণ সদস্য পদে প্রার্থী ২৭৬ জন।

    এ নির্বাচনে ৬৩টি ওয়ার্ডের ৬৮টি কেন্দ্রে ভোটার রয়েছে ১ লাখ ২৩ হাজার ৮৯১ জন। এরমধ্যে ৬২ হাজার ৪৮৬ জন পুরুষ ভোটার এবং ৬১ হাজার ৪০৫ জন নারী ভোটার রয়েছে।


    নির্বাচনে তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন।

    সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, খুলনার সাতটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের লক্ষ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটগ্রহণের পূর্বে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌছে গেছে।

    খুলনায় ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad