অভয়নগরে সরকারি বাওড়ের উদ্ধার করা মাছ উন্মুক্ত নিলামে বিক্রি
উপজেলার মথুরাপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা গৌর সুন্দর বিশ্বাস জানান, বুধবার দুপুরে স্থানীয় ক্যাম্প পুলিশের সহযোগিতায় শ্রীধরপুর ইউনিয়নে সরকারি পুড়াখালী বাওড় থেকে বিভিন্ন প্রজাতীর ১৩ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাছ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে পৌঁছে দেয়া হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আখতার জানান, আদালতে চলমান মামলা থাকার কারণে চলতি বছর পুড়াখালী বাওড় লিজ দেয়নি জেলা জলমহল কমিটি। যে কারণে সেখানে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। বুধবার দুপুরে চোরা শিকারীরা মাছ শিকার করছে এমন সংবাদের ভিত্তিতে মথুরাপুর ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। দুপুরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় বিভিন্ন প্রজাতীর আনুমানিক ১৩ কেজি মাছ উদ্ধার করে পুলিশ।
এদিন বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসেইন সাগর সহ এলাকাবাসীর উপস্থিতিতে উদ্ধার করা মাছ উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।
তিনি আরো জানান, নিলামে অংশগ্রহনকারী চারজনের মধ্যে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সর্বোচ্চ দুই হাজার ৫০ টাকা মূল্যে মাছগুলো ক্রয় করেন। চোরা মাছ শিকারীদের আটকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.