হার্টে ছিদ্র চার বছরের শিশু কণ্যা কারমিকে বাঁচাতে মায়ের আকুতি
সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি// চার বছরের শিশু কণ্যা কারিমা।তার বাবা গােলাম রসুল একজন হতদরীদ্র ভ্যান চালক। মা ফজিলা বেগম মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে সংসার চালান। খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের বাগদাড়ি গ্রামে কারিমা নামের এই শিশুটির হার্ট ছিদ্র হয়ে এখন জীবন-মত্যুর সন্ধিক্ষণে। তার চােখে-মুখে শুধু বাঁচার আকুতি।
জানা গেছে, জন্মের এক বছর পর থেকে হার্ট ছিদ্র রােগে আক্রান্ত হয়ে পড়ে শিশু কারিমা। প্রথমে তার নিউমােনিয়া দেখা দেয়, এর সাথে যােগ হয় প্রচন্ড স্বর্দি-কাশি। খুলনার ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষার এক পর্যায়ে তার দুটি হার্টে ছিদ্র ধরা পড়ে। তিন বােনের মধ্যে কারিমা সবার ছােট। অসহায় পিতা-মাতার পক্ষে শিশুটির চিকিৎসা খরচ যােগানাে এখন দুরহ হয়ে পড়েছে।
তাই শিশুকে নিয়ে সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে ঘুরছেন মা ফজিলা বেগম। হৃদয়বান ব্যক্তির চার লাখ টাকা সহায়তা পেলে বাঁচতে পারে শিশুটির জীবন। শিশুটির জন্য মানবিক সাহায্য পাঠানাের বিকাশ (পারসােনাল) নম্বর ০১৯৩৬৯৬৭৩২০। তে যোগাযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন শিশুটির পরিবার।
No comments
please do not enter any spam link in the comment box.