Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    লক্ষ্মীপুর জেলাতে মাছ ধরার নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

    সোহেল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি // লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে মো. নুরুজ্জামাম (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ হয়েছেন।রবিবার (৭ নভেম্বর) রাত ৩টার দিকে চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।


    নিখোঁজরা চরফলকন ইনিয়নের জাজিরা গ্রামের নতুন বাসিন্দা। এরআগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।স্থানীয় লোকজন ও স্বজনরা রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খুঁজেও তাদের সন্ধান পায়নি।


    স্বজনরা জানায়, ছেলে নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হন।


    নিখোঁজ নুরুজ্জামানের ভাগনে মো. জিল্লাল জানান, রাতে তারা মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ৬ জনসহ নৌকা ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়। 


    চরফলকন ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বলেন, নদীতে ডুবে নুরুজ্জামান ও তার ছেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা চেষ্টা করেও তাদের খুঁজে পায়নি।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad