নড়াইলে ইউপি নির্বাচন সম্পন্ন,১৩ টির মধ্যে ৮ টিতে আওয়ামীলীগ ৫ টিতে স্বতন্ত্র জয়ী
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদেশে ২য় ধাপে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৩ টি ইউনিয়নের মধ্যে ৮ টিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, মাইজপাড়া ইউনিয়ন পরিষদে জসিম মোল্যা ৮ হাজার ৮৫৮ ভোট, আউড়িয়ায় ইউনিয়ন পরিষদে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এস,এম পলাশ (নৌকা) ৮ হাজার ৬০৩ ভোট , কলোড়ায় ইউনিয়ন পরিষদে জেলা আওয়ামীলীগের সদস্য আশীষ বিশ্বাস ৬ হাজার ১২২ ভোট, সিঙ্গাশোলপুরে ইউনিয়ন পরিষদে সাইফুল ইসলাম হিট্টু ৫ হাজার ৩৯৪ ভোট, শেখহাটি ইউনিয়ন পরিষদে গোলক বিশ্বাস ৫ হাজার ৩৬ ভোট, হবখালী ইউনিয়ন পরিষদে টিপু সুলতান ৮ হাজার ৯১৬ ভোট, চন্ডিবরপুর ইউনিয়ন পরিষদে মোঃ আজিজুর রহমান ভুইয়া ৬ হাজার ৪০১ ভোট, মুলিয়া ইউনিয়ন পরিষদে রবীন্দ্রনাথ অধিকারি ৩ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন। এছাড়া বাঁশগ্রাম ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম (স্বতন্ত্র- আঃ বিদ্রোহী ), ভদ্রবিলায় সজীব মোল্যা ( স্বতন্ত্র- আঃ বিদ্রোহী ), তুলারামপুরে টিপু সুলতান ( স্বতন্ত্র-আঃ বিদ্রোহী ), বিছালীতে মোঃ হেমায়েত হোসেন (স্বতন্ত্র) ও শাহাবাদে মোঃ জিয়াউর রহমান জিয়া (স্বতন্ত্র- আঃ বিদ্রোহী )নির্বাচিত হয়েছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৪ জন, মেম্বার পদে ৩৮২ জন ও সংরক্ষিত মেম্বার পদে ১৩১ জন প্রতিদ্বদ্বীতা করেন। নির্বাচনে আইন শৃংখলা রক্ষায় ম্যাজিট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেন। অধিকাংশ ইউনিয়নে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। তবে চন্ডিবরপুর ইউনিয়ন ও আউড়িয়া ইউনিয়নে বিছিন্ন কিছু ঘটনায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
No comments
please do not enter any spam link in the comment box.