Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    বটিয়াঘাটায় নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

    মোঃ ইমরান  বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃগতকাল বিকাল ৪ টার সময় বটিয়াঘাটা উপজেলার তেতুলতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গনে ২০২১-২০২২ অর্থ বছরে কৃষি  প্রনোদনা কর্মসুচির আওতায় নাবী পাট বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

    কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বটিয়াঘাটা  কর্তৃক আয়োজিত জলমা ইউনিয়নের উপ সহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল হাই এর তত্ত্বাবাধানে আঃ কদের মৃধার সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশিক্ষণ অফিসার (ডিটিও)কাজী জাহাঙ্গীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহাদেব চন্দ্র সানা খুলনা জেলা অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান), জেলা কৃষি সম্পসারণ অফিসার আবুবকর সিদ্দিকী,বটিয়াঘাটা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম।

    অতিথিরা তাদের বক্তৃতায় বলেন,নাবী বীজ উৎপাদন প্রদর্শনীর মাধ্যমে এক দিকে পর নির্ভরশীলতা কমিয়ে আনবে অন্য দিকে বীজ উৎপাদনে কৃষকদেরকে উৎসাহিত করবে।আমাদের দেশের সরকারের উদ্দেশ্য জাতে পাটের বীজ ক্রয়ের ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল না হতে হয়।এ জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছেন।"বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার মোঃরবিউল ইসলাম বলেন্"সরকার আমাদের দেশের কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রনোদনা দিয়ে থাকেন।

    নাবী পাট উৎপাদনের জন্য রবি ৮ জাতের ৫০০ গ্রাম বীজ প্রদান করা হয়েছে। নাবী বীজ উৎপাদন কারি প্রত্যেক কৃষককে ২৬০০ টাকা করে প্রনোদনা দেয়া হবে।আমরা কৃষি উন্নয়নের জন্য কৃষকদের মাজে আর্থিক প্রনদোনা সহ বিভিন্ন ধরনের বীজ,সার,ওষুধ সরকারি ভাবে দিয়ে থাকি।এগুলোর ব্যবহারের মাধ্যমে কৃষির মান উন্নয়ন করতে হবে।"তিনি আগামীতে রবি ৮ জাতের পাটের বীজ উৎপাদন করতে কৃষকদের আহ্বান জানান।উক্ত অনুষ্ঠানে ৫০ জনের অধিক কৃষক উপস্থিত ছিলেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad