অভয়নগরের ছেলে লিমন নারায়নগঞ্জে খুন : খুনী আটক : পরিবারে শোকের মাতম
সংসারের উন্নতি ও মায়ের কষ্ট লাঘবের জন্য কিছুদিন ধরেই লিমন নারায়ণগঞ্জের প্রসিদ্ধ গার্মেন্টস প্রতিষ্ঠান ‘এ ওয়ান পোলার লি:’ ফ্যাক্টরীতে সিজারম্যান হিসাবে কাজ করে আসছিল।
লিমনের এলাকার ছেলে একই গার্মেন্টসের কর্মী সেলিম এ প্রতিবেদককে বলেন, নাইট ডিউটি করা কালিন সময়ে গতকাল (১৫ নভেম্বর) ভোর ৪ টার দিকে লিমনের সহকর্মী ঘাতক আমিনুল (২৪) এর সাথে লিমনের বাগবিত-া হয়। তর্কা বিতর্কের এক পর্যায়ে আমিনুলের হাতে থাকা ধারালো সিজার দিয়ে লিমনকে জখম করে।
অতিদ্রুত লিমনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন। তৎক্ষণাৎ ঘাতক আমিনুল পালিয়ে গেলেও গার্মেন্ট কর্মীদের সহায়তায় আশুগঞ্জ থানা পুলিশ অতিদ্রুতই আমিনুলকে গ্রেপ্তার করে। ঘাতক আমিনুলের বাড়ি কিশোরগঞ্জে। এ রিপোর্ট লেখা কালীন পোস্টমর্টেম শেষে লিমনের লাশ অভয়নগরের বাড়ির পথে বলে সুত্র থেকে জানা যায়। এদিকে লিমনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জনম দুঃখিনী মায়ের আহাজারীতে ভারি হয়ে উঠেছে আকাশ বাতাস।
অতিদ্রুতই প্রশাসনের কাছে লিমনের এই মর্মান্তিক হত্যার বিচার এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেছে এলাকাবাসী।
No comments
please do not enter any spam link in the comment box.