গন পরিবহনের জায়গা দখল করেছে সিএনজি,অবহেলিত সামাজিক দুরুত্ব-খুলনার খবর
মোঃ শরিফুল ইসলাম(খুলনা)||খুলনাসহ সারাদেশে গন পরিবহন বন্ধ থাকলেও নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করছেন সিএনজি চালকেরা। অবাধ চলাচল রয়েছে সিএনজিচালিত অটোরিকশার। লকডাউনের প্রথম দিন থেকে প্রায় ১মাস সারাদেশের গণপরিবহন বন্ধ আছে।ফলে এই সেক্টরের শ্রমিকরা অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছে।অথচ তাদেরই চোখের সামনে সিএনজি সিরিয়াল দিয়ে যাত্রী পরিবহন করে দুরদুরন্ত চলে যাছে।সরজমিনে ঘুরে কথা হল সিএনজি চালকের সাথে,তিনি জানান খুলনা থেকে সাতক্ষীরা যাত্রী প্রতি ৩০০ টাকা করে নিচ্ছেন।এবং তারা এখানে সকালে এসে সিরিয়াল দেয়।
শুধু খুলনা থেকে সাতক্ষীরা নয়,খুলনা - মোংলা,খুলনা - যশোর,খুলনা-গোপালগঞ্জ,খুলনা-বাগেরহাটসহ আরো অনেক রুটে চলছে এই সিএনজিগুলো।যায়গা ভেদে ভাড়াও বেশি নিচ্ছে এই চালকরা।এ থেকে বাস শ্রমিকদের মধ্যে আক্রোসের সৃস্টি হয়েছে।তাদের কথা কেউ খাবে কেউ খাবেনা, সেটা হতে দেওয়া যাবেনা।গণপরিবহন না থাকায় অন্যান্য যানবাহনে চড়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের ১১ দফা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে ঘোষণা দেয়া হলেও সড়কে তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।শুধু গন পরিবহন ছাড়া আর কিছুই যেন থেমে নেই।
সিএনজিতে সাতক্ষীরাগামী আনোয়ার হোসেন বলেন, বাসের চেয়ে প্রায় দ্বিগুণ সিএনজি ভাড়া দিয়ে সাতক্ষীরা যেতে হচ্ছে।ভাড়া তিনশ টাকা নিয়েছে।যেখানে বাস বাড়া ১০০ টাকা।তারপর আবার একটা সিএনজিতে ৫জন করে যাত্রী পরিবহন করছে।এতে আমরাও করোনা ঝুকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
No comments
please do not enter any spam link in the comment box.