লোকসান কাটিয়ে ঘুরে দাড়িয়েছে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার-খুলনার খবর
খুলনার খবর||লোকসান আর লুটপাট থেকে ঘুরে দাড়িয়েছে বাগেরহাটের ফকিরহাটে দেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামারটি। নানা প্রতিকুলতার মধ্যদিয়েও সরকারের বিশেষ নজরদারিতে ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে এই খামারটি। গবাদী পশুপালন বৃদ্ধি ও পযার্প্ত মাংস এবং দুধের চাহিদা মেটাতে প্রতিবছর এ খামার থেকে দেশের বিভিন্ন জেলায় শংকর জাতের বকনা ও ষাড় ভতূর্কী মূল্যে বিতরণ করছে সরকার। দক্ষিনাঞ্চলের উপকুলীয় এলাকায় জলবাযু পরিবর্তনের সাথে তালমিলিয়ে শংকর জাতের এই মহিষের খামারটি বিস্তার লাভ করছে ব্যাপকহারে।যেখানে কিছুদিন আগেও লোকসানের ভারে নুইয়ে পরছিলো।এখন সেটা সরকারের কঠোর নজরদারিতে আবার সরব হয়ে উঠছে।
এ খামার থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা দ্বীপাঞ্চল, চরাঞ্চল ও উপকূলবর্তী জেলা সমূহে উন্নত জাতের ষাঁড় মহিষ প্রদান করে মহিষ জাতের উন্নয়ন করাই মূল উদ্দেশ্য।সরেজমিনে ঘুরে দেখা যায়, বাগেরহাট জেলার ফকিরহাটে পিলজংগ ও বেড়বাড়ি গ্রামের মধ্যস্থলে ১৯৮৪-৮৫ অর্থ বছরে এশিয়ান উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ৮০ একর জমির ওপর মহিষ প্রজনন ও উন্নয়ন খামার স্থাপিত হয়। বর্তমানে খামারের জমির পরিমান ৯৪ দশমিক ৭৯ একর। বর্তমানে এ প্রতিষ্ঠানে মহিষের সংখ্য ৪২৮টি এবং ৩৫ টি গাভী থেকে প্রতিদিন ১৭৭ লিটার দুধ উৎপাদন হয়।এখানে বর্তমানে ১২ টি সেড আছে।মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক ডাঃ মোঃ শরিফুল ইসলাম বলেন,মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের আগের চিত্র এখন সম্পূর্ন পাল্টে যাচ্ছে।এখানকার সকলেই আন্তরিকতার সাথে অতিযত্নে মহিষ লালন পালন করছে।আগের চেয়ে বর্তমানে এখানে প্রায় ৯৫একর জমি, ও ৪২৮টি মহিষ আছে।
No comments
please do not enter any spam link in the comment box.