বার্তা সম্পাদকের বাণীতে মহান মে দিবস-খুলনার খবর
আসসালামু আলাইকুম। আজ পহেলা মে। মহান মে দিবস। দেশে বিদেশে কর্মরত সকল শ্রমজীবী যেখান থেকেই নিজের জীবনবাজী রেখে নিজের জীবিকার জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সর্বোপরি বাংলাদেশের উন্নয়নের জন্য কর্মে নিয়োজিত আছেন সবাইকে স্বশ্রদ্ধ সালাম।যাদের আত্মত্যাগে আজ এই মহান মে দিবস পেয়েছি তাদের জানাই সালাম।
১৮৮৬ সালে ১লা মে অনধিক ১০ ঘন্টা শ্রমঘন্টা নির্ধারণের জন্য আমেরিকা শিকাগো শহরে বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের হে মার্কেটের নিকট গেলে সৈনিকরা বাঁধা দিলে সংঘর্ষেরূপ নেয়। বহু শ্রমিক হতাহত হয়...তারপর ১৮৮৮ সালে ১লা মে কর্মঘন্টা ৮ ঘন্টা নির্ধারণের দাবীতে সেন্ট লুইস শ্রমিক সম্নেলনে "মে দিবস" পালনের ঘোষণা দেয়।আজ মহান মে দিবসে সকল শ্রমিক ভাই-বোনদের শুভেচ্ছা জানাচ্ছি ও সকলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
No comments
please do not enter any spam link in the comment box.