খুলনা বিশ্ববিদ্যালয়ে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন||খুলনার খবর২৪
ছবি-সংগৃহিত |
শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হলো- বেতন ফিসের অস্বাভাবিক বৃদ্ধি ও বেতন কমানো, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা ও কোডিং পদ্ধতির ব্যবস্থাকরণ, আবসন সস্কটের দূরকরণ, মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি অধ্যাদেশের সংস্কার এবং বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত যেসব দুর্নীতির তথ্য পাওয়া গেছে তার প্রতিকার করা।
শিক্ষার্থীরা বলেন, আমারা অনতিবিলম্বে দাবিগুলোর বাস্তবায়ন চাই।’ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের দাবিগুলো না মেনে নেওয়া পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
No comments
please do not enter any spam link in the comment box.