খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত,মৃত্যু ১|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে ১০৮ জন খুলনা জেলা ও মহানগরীর। এছাড়াও বাগেরহাটে ২ জন, যশোর, সাতক্ষীরা, নড়াইল, মাগুরায় ১ জন করে করোনা রোগী সনাক্ত হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শরিফ উদ্দিন (৭০) নামে একবৃদ্ধের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) খুমেকের আরটি-পিসিআর মেশিনে ২৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে মোট ১১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। যার ১০৮ জন খুলনা জেলা ও মহানগরীর এবং বাগেরহাটের ২ জন, যশোরের ১ সাতক্ষীরার ১ নড়াইল ও মাগুরায় ১ জন করে করোনা রোগী সনাক্ত হয়েছে।
খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়,গতকাল বৃহস্পতিবার পর্যন্ত খুলনায় করোনা আক্রান্ত ছিলেন ২ হাজার ৭৫২ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে জেলার আরও ১০৮ জনের করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৬০ জন। এদের মধ্যে মোট ৬৭৭ জন সুস্থ হয়েছেন, আর মারা গেছেন ৪৩ জন।
No comments
please do not enter any spam link in the comment box.