ঈদের আগেই খুলনার সকল বিনোদন কেন্দ্র খুলে দেবার দাবী||খুলনার খবর২৪
খুলনার খবর২৪||মরন ভাইরাস করোনার কারণে দীর্ঘদিন ধরে খুলনার পার্কসহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রয়েছে।যেখানে স্বাস্থ্য বিধি মেনে শপিংমল,দোকানপাট খুলে দেওয়া হলেও খোলেনি বিনোদন কেন্দ্র গুলো।শিশুরা ঘরের মধ্যে থাকতে থাকতে একঘেয়ে জীবন যাপন করছে।সারাদিন টিভি দেখা, মোবাইলে গেম খেলা,আর পড়ালেখা করা ছাড়া তাদের আর কোন বিনোদন নেই।যেহেতু প্রায় সব কিছুই খুলে দিয়েছে সরকার। সেহেতু পার্কগুলো বন্ধ না রেখে খুলে দিলে শিশুরা মোবাইল ও টিভিতে কার্টুন দেখা থেকে মুক্তি পেতো।
অনেক অভিভাবকই স্কুল বন্ধ থাকা গৃহবন্দী শিশুদের জন্য পার্কসহ বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি জানান। পার্ক কর্মকর্তারা জানান, অনেক অভিভাবক শিশুর আবদার রাখার জন্য গাড়িতে করে পার্কে এসে সান্তনা স্বরূপ বন্ধ গেট দেখিয়ে নিয়ে যান। শিশুদের পাশাপাশি করোনা জয় করে সুস্থ হওয়া অনেকেই একটু মানসিক প্রফুল্লতার জন্য পার্ক বা রিসোর্টে যেতে চাচ্ছেন।
এদিকে করোনা সংকটে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ থাকা পার্ক ও বিনোদন কেন্দ্রের সাথে জড়িত কর্মকর্তা কর্মচারিরা মানবেতর জীবন যাপন করছেন। তাই ঈদুল আযহার আগে পার্ক ও বিনোদন কেন্দ্র খুলে দেয়ার দাবি জানিয়েছেন এর সাথে সংশ্লিষ্ট সবাই।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, পার্ক বা বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার ব্যাপারে এখনও কোন সরকারি নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে খুলে দেওয়া হবে।
No comments
please do not enter any spam link in the comment box.