সাতক্ষীরার তালায় মৎস্য ঘের থেকে লাশ উদ্ধার|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||সাতক্ষীরার তালায় মৎস ঘের থেকে রাশেদুল ইসলাম সরদার (৪২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে রাশেদুল।
গতকাল রবিবার (১২জুলাই) দুপুরে তৈলকুপি গ্রামের একটি মৎস্য ঘের থেকে তার লাশ উদ্ধার করে পাটকেলঘাটা থানা পুলিশ।নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গত শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য ঘেরে যান। সকালে তিনি বাড়ি না ফেরায় প্রথমে ঘেরে এবং পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন নিহতের পরিবার।এক পর্যায়ে দুপুরে স্থানীয় কৃষকরা তার রক্তাক্ত লাশ ডুরির বিলে একটি মৎস্য ঘেরে পড়ে থাকতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দেন।এবং পরিবারের লোকজন পুলিশকে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশটি উদ্ধার করেন।
পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের শরীরে কয়েকটি স্থানে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর আসল তথ্য জানা যাবে।হত্যার রহস্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছেন বলে জানান তিনি।
No comments
please do not enter any spam link in the comment box.