বাজারে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে কাঁচামরিচ || খুলনার খবর২৪
খুলনার খবর২৪||টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে কাঁচা মরিচের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশের সব কাঁচাবাজারে।এরমধ্যে খুলনাতেও এর প্রভাব বেশিই মনে হচ্ছে।বাড়তি দামে বাজারে সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে এই কাঁচামরিচ।বাজার ও মানভেদে খুলনায় কাঁচামরিচ সর্বোচ্চ ১৬০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। যেখানে সপ্তাহের ব্যবধানে প্রতিনিয়তই বাড়ছে কাঁচামরিচের দাম। কিছুদিন আগেও বাজারে ৫০-৮০ টাকায় পাওয়া গেছে ১ কেজি মরিচ।এখন তা ১৮০ টাকা কেজি কিনতে হচ্ছে ক্রেতা সাধারনকে।
আজ সোমবার (২০ জুলাই) সকালে খুলনার কাঁচা বাজারগুলো ঘুরে কাঁচামরিচের দামের এই ঊর্ধ্বগতি দেখা যায়।যদিও আজ বাজারে শুক্রবারের চেয়ে একটু দাম কম।তবে এটা একলাফে বাড়তে সময় নেয় না।
খুলনার বৌ-বাজারের দোকানদার তারিক জানান, দেশের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিয়েছে। যেসব অঞ্চল থেকে কাঁচামরিচ খুলনার বাজারগুলোতে আসতো। বন্যার কারণে সে সব অঞ্চল থেকে কাঁচামরিচ আসতে পারছে না। বন্যার কারণে সরবরাহ কমেছে, ফলে মরিচের দামও বেড়েছে। কাঁচামরিচ ছাড়াও প্রায় সব ধরনের কাঁচা সবজিতে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি টমেটো ১০০-১২০ টাকা, গাজর ৮০-৯০ টাকা ,শসা ৫০-৬০ টাকা, বেগুন ৬০ -৭০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, কাঁচা পেপে ৪০-৫০ টাকা, আলুর দাম বেড়ে ৩০-৪০ টাকা, করলা ৫০-৬০ টাকা,পটল ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া প্রতি পিস লাউ ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।পেঁয়াজ রসুনের দাম বাড়েনি। বাজারে পেঁয়াজ রসুনের দাম স্থিতিশীল রয়েছে।
No comments
please do not enter any spam link in the comment box.