মেহেরপুর সদর হাসপাতালের স্টাফ নার্সসহ ৬জন করোনাভাইরাসে আক্রান্ত|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| মেহেরপুর সদর হাসপাতালের স্টাফ নার্সসহ আরো পাঁচজন করোনা ভাইরাস (কোভিড ১৯) আক্রান্ত।এ পর্যন্ত মেহেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ১৪৬ জন।
গতকাল শনিবার মেহেরপুর সদরে ১ জন ও গাংনী উপজেলায় ৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন- মেহেরপুর সদর হাসপাতালের স্টাফ নার্স চামেলী খাতুন (২৭), গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেন ফরাজীর ছেলে সাইফুল ইসলাম (৩০), সাহেব নগর গ্রামের আবদুল আজিজের ছেলে আব্দুল হান্নান (৪০), গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাকিবুল ইসলামের মেয়ে শারমিন আক্তার সুমি (১৭), জুগিরগোফা গ্রামের আসাদুল ইসলামের মেয়ে নুসরাত (২৩) ও চৌগাছা গ্রামের নুরু মোল্লার ছেলে আজিজুর রহমান (৩৬)।
মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিনজানান, করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২৩ জনের রিপোর্ট এসেছে যার ৬টি পজিটিভ ও বাকি ১৭জনের নেগেটিভ রিপোর্ট। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া।
এ নিয়ে মেহেরপুর জেলায় ২ হাজার ৩ শ ২৯ জনের মধ্যে ১৪৬ টি পজেটিভ এর মধ্যে ৮৩ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৮ জন।
No comments
please do not enter any spam link in the comment box.