ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহার নামাজও হবে মসজিদে|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||আসন্ন ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরের মতোই মসজিদে আদায় করতে অনুরোধ জানানো হয়েছে।গতকাল রোববার (১২ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
করোনাভাইরাস কোভিাজড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে ঈদুল ফিতরের মতো আসন্ন ঈদুল আজহার দিন ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে হবে। একই সঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করা যাবে না।এবং মসজিদের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।বাড়ি থেকে জায়নামাজ নিয়ে যেতে হবে।এমনকি প্রতি কাতারে দুরুত্ব বজায় রেখে নামাজ আদায় করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এসব তথ্য জানান।
No comments
please do not enter any spam link in the comment box.