Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    মোংলায় স্বাস্থ্য সচেতনতায় তৎপর বাংলাদেশ নৌ বাহিনী||খুলনার খবর২৪


    খুলনার খবর২৪||এস,এম কামরুজ্জামান টুকু||বিশ্বব্যাপী প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমকে গেছে গোটা বিশ্ব। এমতাবস্থায় মোংলায় অতন্দ্র প্রহরী হিসেবে সেবা মূলক কাজ পরিচালনা করেছেন বাংলাদেশ নৌ বাহিনী।

    বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে গত মার্চ ২০২০ থেকে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে মোংলায় টহল পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। প্রাণঘাতী এই ভাইরাস সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী তাদের বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দ্রুত ছড়িয়ে পড়া করোনা সংক্রমণরোধে নৌবাহিনীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান,জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নৌ সদস্যরা।

    আজ রবিবার (১২জুলাই) বেলা ১২টার দিকে মংলার নিকটস্থ কুমারখালী ব্রিজের দক্ষিণ পাশে হ্যান্ড স্যানিটাইজার এবং গাড়িতে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম সম্পন্ন করছে বাংলাদেশ নৌ বাহিনী।

    তাছাড়া করোনার প্রথম থেকেই মোংলাকে আগলে রেখেছেন বাংলাদেশ নৌ বাহিনী। খাদ্য সহায়তার পাশাপাশি সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার সহ সচেতনতা মূলক কর্মকান্ড চোখে পড়ার মতো ছিল। জনসমগম এড়িয়ে চলতে টহল জোরদার ছিল লক্ষণীয়।

    জনসাধারণের উদ্দেশ্য নৌ অফিসার জনাব আইয়ুব বলেন, আপনারা নিরাপদ দূরত্বে চলাচল করুন,স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন। করোনা আক্রান্ত ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করবেন না। তাদের সর্বদা খোঁজ খবর নিবেন।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad