যশোরে ছোট ভাইয়ের গুলিতে বড়ভাই নিহত|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| যশোরের শার্শা উপজেলায় বড় ভাই রাসেল হোসেনকে (৩৫) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকা থেকে ঘাতক ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।গ্রেপ্তার ছোট ভাইয়ের নাম আমজাদ হোসেন (২৬)।
নিহতের পারিবারিকভাবে জানা যায়, আমজাদ মাদকাসক্ত ছিলো। গতকাল মঙ্গলবার রাতে আমজাদ নেশার জন্য তাঁর ভাই রাসেলের কাছে ২০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। আজ বুধবার সকাল ১০টার দিকে আবারও আমজাদ তাঁর ভাই রাসেলের ঘরে গিয়ে টাকা দাবি করেন। রাসেল টাকা দিতে অস্বীকার করলে আমজাদ তাঁর গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ রাসেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।বেনাপোল বন্দর এলাকায় নিহতের প্রসাধনসামগ্রীর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রাসেল ও আমজাদ আপন দুইভাই। তাঁদের বাবার নাম ইদ্রিস আলী। তাঁরা শার্শার কাগজপুকুর গ্রামের বাসিন্দা।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ভাইকে হত্যার পর অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাদিপুর সীমান্ত থেকে আমজাদকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। এ বিষয়ে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আরও একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
No comments
please do not enter any spam link in the comment box.