মোংলায় সকাল ৬টা সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান, বিপণী বিতান খোলা রাখার সিদ্ধান্ত|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪||এস,এম কামরুজ্জামান টুকু||আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে মোংলায় আজ মঙ্গলবার (২১জুলাই) সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল দোকান ও বিপণী বিতান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই নির্দেশনা চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে এতদিন যাবৎ সকাল ৬ থেকে দুপুর ২ টা পর্যন্ত দোকান খোলা রাখার নিয়ম বহাল ছিল।গতকাল সোমবার (২০ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সকল ব্যবসা প্রতিষ্ঠানে যাতে স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে কেনাবেচা করা হয় সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশ।উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোংলা নৌ কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এটিএম রিজওয়ানুল জান্নাত, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারসহ আরো অনেকে।
No comments
please do not enter any spam link in the comment box.