খুলনার আড়ংঘাটায় নিজ ঘরে বিদেশ ফেরত যুবককে গলা কেটে হত্যা
খুলনার খবর২৪||খুলনার আড়ংঘাটায় মোঃ বাচ্চু শেখ (৩২) নামে বিদেশ ফেরত এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে।খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মহানগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী মধ্যপাড়ায় নিজ ঘরেই হত্যার শিকার হন তিনি।
পুলিশ জানায়, বিদেশ ফেরত বাচ্চু শেখ বুধবার রাতে নিজ ঘরে স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরে এক ব্যক্তি তাদের ঘরে ঢুকেই ধারালো ছুরি দিয়ে বাচ্চুর গলায় আঘাত করেন। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী জেগে উঠলেও হত্যাকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রেজাউল করিম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে কারণ জানা যায়নি।
No comments
please do not enter any spam link in the comment box.