খুলনায় ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ার জেরে যুবককে কুপিয়ে জখম|| খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা মহানগরীতে ইয়াবা বিক্রিতে বাঁধা দেওয়ার জেরে সদর থানা স্বেচ্ছাসেবকলীগ ২১ নম্বর ওয়ার্ডের আহবায়ক ও রেলওয়ের ইলেকট্রিক খালাশী মাসুম হাওলাদার (৩২) কে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে।
গতকাল রবিবার সকাল পৌনে ১১টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।জানা গেছে,আহত মাসুম হাওলাদার রেলওয়ের ইলেকট্রিক খালাশী আকাশ হাওলাদারকে ইয়াবা বিক্রি ও সেবনের কর্মকাণ্ডে বাঁধা দেওয়ায় গতকাল রবিবার ৩১মে সকাল পৌনে ১১টার তার সহযোগী রেলওয়ের ইলেকট্রিক খালাশী রনি খান ও রুবেল হাওলাদার এর নেতৃত্বে দেশীয় অস্ত্র দিয়ে মাসুমকে কুপিয়ে জখম করে। এর আগে গত ১৭ মে তাদের সাথে একই বিষয় নিয়ে বাক-বিতন্ডা হয়েছিলো।আহতবস্থায় মারাত্বক জখম নিয়ে তাকে খুলনা সদর হাসপাতালে ভর্তি করা হয়।আপাতত তার অবস্থা আশংকাজনক।আহত মাসুম হাওলাদারের মাথায় ৮টি সেলাই লেগেছে।
বর্তমানে তিনি খুলনা সদর হাসপাতালে গুরুতর অসুস্থাবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে আপরাধীদের দ্রুত গ্রেফতারের জোর দাবী জানিয়েছেন।
No comments
please do not enter any spam link in the comment box.