খুলনা মহানগরীর শেখপাড়ায় একই পরিবারের ৩ জনসহ আরো ২জন করোনা আক্রান্ত || খুলনার খবর২৪
খুলনার খবর২৪|| খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে রোববার গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের করোনা টেস্টের মধ্যে নতুন করে ২৪ জন সণাক্ত করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলায় সণাক্ত করা হয় মোট ৬ জন।আর নগরীতে স্বামী-স্ত্রী ও ছেলের করোনায় পজিটিভে ৫ জন পাওয়া গেছে। খুলনা সিভিল সার্জন বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহম্মেদ জানান, খুলনা ল্যাবে গত ২৪ ঘন্টায় করোনা ১৮৮ টেস্টের মধ্যে মোট পজিটিভ সণাক্ত হয় ২৪ জনের। যার মধ্যে খুলনা মহানগরীতে রয়েছে একই পরিবারের মা-বাবা ও ছেলেসহ ৫ জন।তারা নগরীর শেখপাড়ার বাসিন্দা মো: আসলাম ও তার স্ত্রী হালিমা বেগম ও ছেলে সানা। এছাড়া নগরীর জোড়াগেট এলাকার বাসিন্দা মো: রাসেল এবং লবনচোরা এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন।এছাড়াও দাকোপ উপজেলায় চুনকুড়ি গ্রামে গার্মেন্টস কর্মী সুজাতা করোনায় সণাক্ত হয়।এছাড়া ফকিরহাটে ২ জন, ঝিনাইদহে ৫ জন, যশোরে ২ জন, নড়াইলে ৪ জন ও মাগুরায় ৫ জন রয়েছে।
উল্লেখ্য, খুলনায় মোট ৬ হাজার ৪৬৭ টেস্টের মধ্যে এই পর্যন্ত ২০১ জন করোনা পজিটিভ সনাক্ত হয়। যার মধ্যে খুলনায় রয়েছে ৭৬ জন।
No comments
please do not enter any spam link in the comment box.