ফের লকডাউন ও সাধারন ছুটি আসতে পারে|| গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে ১৫ জুন পর্যন্ত।খুলনার খবর২৪
ফাইল ছবি |
গতকাল মঙ্গলবার (২জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২,৯১১জন। আর মৃত্যু হয়েছে ৩৭ জনের।এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত ৫২ হাজার ছাড়িয়ে গেছে।এর আাগে গত সোমবার ব্রিফিংয়ে বলা হয়,২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২,৩৮১ জন আর মৃত্যু হয়েছে ২২ জনের।ওই দুদিন ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিলো ৭ নম্বরে।আর এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭০৯ জনের।
সরকারের নীতিনির্ধারক মহল জানান, এই প্রতিকূল পরিস্থিতিতেও শ্রমজীবী, গরিব, খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা এবং দেশের অর্থনীতির কথা বিবেচনা করে সাধারণ ছুটি ও লকডাউন তুলে দেওয়া হয়েছিলো। তবে এই পরিস্থিতির আরও অবনতি ঘটলে ও ভয়ঙ্কর পর্যায়ে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে লকডাউন ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। বাধ্য হয়ে পুনরায় সাধারণ ছুটি ও লকডাউন দেওয়া হতে পারে। সরকারের উচ্চ পর্যায়ে এমন সিদ্ধান্তই রয়েছে।এই সময়ের মধ্যে করোনা সংক্রমণের প্রকৃত অবস্থা বোঝার জন্য সারা দেশে পরীক্ষা আরও বাড়ানো হবে।এ ব্যাপারে প্রধানমন্ত্রী নিজেও সকল জেলায় একটি করে আইসিইউ স্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত সোমবার (১জুন) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে বলেন, আমাদের অসচেতনতা এবং স্বাস্থ্যবিধি না মানায় পরিস্থিতি যদি আরও অবনতি হয় এবং তা যদি জনস্বার্থের বিপরীতে চলে যায়, তাহলে সরকারকে বাধ্য হয়ে আবারো কঠিন সিদ্ধান্ত নিতে। জনগণ ও দেশের কথা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
No comments
please do not enter any spam link in the comment box.