Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনা জেলা প্রশাস‌নে‌র কঠোর বি‌ধি-নিষেধের প্রথম দিনে নেই কোন তৎপরতা-খুলনার খবর

    মোঃ মঈনুল হাসান,প্রচার সম্পাদক||খুলনায় ক‌রোনার সংক্রমণ বিস্তাররো‌ধে খুলনা জেলা প্রশাস‌নে‌র ক‌ঠোর বি‌ধি-নি‌ষে‌ধ চলছে। আজ শুক্রবার (৪ জুন) খুলনা মহানগরের তিন থানা ও জেলার রূপসা উপ‌জেলায় স্বাস্থ্যবিধি মান‌তে জনগন‌কে বাধ্য করা‌তে এই বি‌ধি নি‌ষেধ আ‌রোপ করা হ‌লেও সোনাডাঙ্গা, খালিশপুর রূপসার চিত্র ছিলো এ‌কেবা‌রে ভিন্ন।

    আজ শুক্রবার বি‌কেল ৫ টায় খানজাহান আলী সেতু এলাকা ও সেতুতে মানুষের উপ‌স্থি‌তি ছিল চো‌খে পড়ার ম‌তো।মাস্ক ছাড়া অধিকাংশ মানুষ ঘোরাঘুরি করছে।মানছে না শারীরিক দূরত্ব, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

    নগরীর সোনাডাঙ্গা এলাকার চিত্র ছিলো একই। অ‌ধিক যাত্রী নি‌য়ে বিভিন্ন গন্তব্যে পরিবহন ছেড়ে যেতে দেখা‌ গে‌ছে। ভাড়াও দ্বিগুণ নেওয়া হ‌চ্ছে সেখা‌নে।

    নগরীর গুরুত্বপূর্ন সকল পয়েন্টে মাই‌কিং ক‌রে সকল‌কে বি‌ধি‌ নি‌ষে‌ধের কথা জানা‌নো হ‌লেও কেউ মান‌ছেন না। খুলনায় ক‌রোনার ভারতীয় ধরণ পাওয়া গে‌ছে। এখন থে‌কে স‌চেতন না হ‌লে লকডাউন বা বি‌ধি নি‌ষেধ দি‌য়ে কোন লাভ হ‌বে না।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad