Header Ads

  • শিরোনাম সর্বশেষ

    খুলনায় কঠোর লকডাউনের প্রথম দিন,প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মত- খুলনার খবর

    মঈনুল হাসান ডলার,খুলনা// খুলনায় কঠোর লকডাউনের প্রথম দিন আজ। খুলনা নগরীর বাসস্ট্যান্ড, ট্রলার ঘাট, মাইক্রোস্ট্যান্ড,বিভিন্ন বাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে চোখে পড়ার মত।অকারন ঘোরাঘুরি হয়েছে বন্ধ।নগরীর সকল সড়কে বাঁশ দিয়ে বেরিকেড দেওয়া হয়েছে।

    মহানগরীতে, কাঁচামাল, মাংসের দোকান ও ওষুধের দোকান বাদে সকল দোকানপাট বন্ধ রয়েছে। কাঁচা বাজারের দোকানগুলোতে সকাল থেকেই অন্যান্য দিনের মতো কিছুটা ভিড় ছিল। তবে বেলা বাড়ার সাথে বৃষ্টির কারণে বাজারে ক্রেতাদের সমাগম কমতে থাকে। এ সময়েও দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না।উপেক্ষিত ছিলো সামাজিক দুরত্ব।

    এদিকে সকাল থেকে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে সকল বাস চলাচল বন্ধ রয়েছে। তবে দু একটা ইজিবাইক চলতে দেখা গেলেও তাদের রয়েছে হাজারো অযুহাত। সুযোগ পেলে দু’ একজন যাত্রী নিয়ে চলাচল করছে।এদিকে রূপসা ঘাটে ট্রলার সকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলাচল করায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বন্ধ করে দেয়।


    ডাক বিভাগে কর্মরত একজন জানান, জরুরি কাজে তাকে মোংলা যেতে হবে।কিন্তু ট্রলার চলছে না তাই যাত্রী ছাউনিতে বসে আছি অপেক্ষায়।এরকম আরো অনেক যাত্রী বিভিন্ন কারন দেখিয়েছেন।

    গণপরিবহন বন্ধ থাকলেও সড়কে চলাচল করছে ব্যাটারি চালিত ভ্যান। অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রী নিয়ে চলছে সেগুলো।

    খাবারের হোটেলগুলোকে শুধুমাত্র পার্সেল সার্ভিসের নির্দেশনা থাকলেও তা মানছে না কিছু দোকানী।নগরীর শিববাড়ি মিষ্টির দোকানে চলছে খাওয়া দাওয়া।


    লকডাউন সম্পর্কে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লকডাউন বাস্তবায়নে সকাল থেকেই প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে।নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রশাসনের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কাউকে জরিমানা করা হয়নি। রাস্তায় লোকজনের উপস্থিতি কম রয়েছে। তবে জনসাধারণকে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

    No comments

    please do not enter any spam link in the comment box.

    click here



    Post Bottom Ad