টানা বর্ষনে খুলনা মহানগরীর অধিকাংশ সড়কের বেহালদশা,দূর্ভোগে নগরবাসী-খুলনার খবর
দিনভর টানাবর্ষণে খুলনার বেশ কয়েকটি সড়ক চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।পথচারী ও ছোট বাহনগুলোকে কাদাপানিতে পড়তে হচ্ছে বিপদে।
খুলনা মহানগরীতে দীর্ঘ সময় ধরে ড্রেনেজসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। বছরখানেক আগে খুলনা ওয়াসা ভূগর্ভস্থ পাইপ বসানোর কাজ করায় নগরীর অধিকাংশ রাস্তাগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ে।দীর্ঘ সময় পার হলেও অনেক সড়কই যথাযথভাবে সংস্কার করা হয়নি। কয়েকটি সড়কের কাজ হলেও সেগুলো সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায়। বর্ষা চলে আসায় এখন পানিবদ্ধতার নতুন ভোগান্তি যোগ হয়েছে।
আজ শনিবার (১৯ জুন) সরজমিনে ঘুরে খুলনা মহানগরীর খুলনা-যশোর মহাসড়কের গোয়ালখালি,সোনাডাঙ্গা বাইপাস সড়ক,ময়লাপোতা-গল্লামারি সড়ক এলাকায় দেখা গেছে রাস্তায় বৃষ্টির পানি ও এবং কাদা জমে যান ও পথচারী চলাচলে চরম প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এছাড়া রাস্তার ছোটবড় গর্তে তিনচাকার হাল্কা যানগুলো মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়ছে।
একই চিত্র নগরীর সোনাডাঙ্গা থেকে নতুনরাস্তা ওও বয়রাবাজার থেকে রায়েরমহল সড়ক পর্যন্ত রাস্তা বলতে সেখানে বড় বড় গর্ত ছাড়া আর কিছু নেই। রাস্তার কার্পেটিং উঠে গেছে কয়েক বছর আগে। এরপর ইট সরে গিয়ে শুধুই গর্ত। রাস্তার দুপাশে আবাসিক এলাকা ও বেশ কিছু সরকারি অফিস অবস্থিত।
সরকারি বিভিন্ন সংস্থার উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে এ অবস্থা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের নির্ভরযোগ্য সূত্র জানায়, বর্ষা শেষ হলে বড় ধরণের সংস্কার করা হবে নগরীজুড়ে।
No comments
please do not enter any spam link in the comment box.