কুষ্টিয়ায় বাড়ছে করোনায় মৃত্যু,কঠোর লকডাউনে প্রশাসনের কঠোর অবস্থান- খুলনার খবর
আশরাফুল ইসলাম, খোকসা(কুষ্টিয়া) প্রতিনিধি | | কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় (১৮ জুন দিবাগত রাত ১ টা থেকে রোববার ২০ জুন) ১৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১৫৭ জন।
আজ ২০ জুন রবিবার রাত ১২ টা থেকে কুষ্টিয়া জেলার সকল শিল্প কলকারখানা, হরিপুর সেতু, ঘোড়ার ঘাট, গণপরিবহন ১ সপ্তাহের জন্য বন্ধ হতে যাচ্ছে। জেলাব্যাপী কঠোর লকডাউন। কাঁচাবাজার সকাল ৭টা থেকে বেলা ১২ টা। মসজিদে সীমিত সংখ্যক মুসল্লির উপস্থিত থাকতে পারবে।এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হসপিটালের ঘোষণা করেছে।
আজ ২০ জুন বেলা ৩ টায় কুষ্টিয়া জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত। এতে প্রধান অতিথি ছিলেন করোনার কুষ্টিয়া জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব সুলতানা আফরোজ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন পু্লিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আনোয়ারুল ইসলাম, এনএসআই এর যুগ্ম পরিচালক ইদ্রিস আলী, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ তাপস কুমার সরকার, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহীন উদ্দিন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনা রোগীর বাড়তি চাপ সামলাতে চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্টসহ জনবল বৃদ্ধি ও অক্সিজেন কনসেনট্রেটর-২৫, পালস অক্সিমিটার-১০০ জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য ওই চিঠিতে অনুরোধ করা হয়।
এদিকে এ হাসপাতালে ননকোভিড রোগী ভর্তি ও চিকিৎসা সংকুচিত করে ডায়াবেটিস হাসপাতালে বিকল্প ব্যবস্থায় চিকিৎসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
হাসপাতালে প্রতিদিনই রোগী সংখ্যা বাড়ছে। গত শনিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ১৬৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরআগে শুক্রবার রাতে ১১২ জন ও বৃহস্পতিবার ১৫৬ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথমদিকে জেলায় করোনা শনাক্তের হার ছিল ১৪ বা ১৫ শতাংশ। পরবর্তীতে সংক্রমণ বেড়ে ২০ শতাংশ উঠে। ক্রমাগত ঊর্ধ্বগতিতে এখন সংক্রমণ হার ৪২ শতাংশের ওপরে উঠে গেছে। হাসপাতালে ১০০ শয্যার করোনা ওয়ার্ডে এখন রোগী ভর্তি আছে ১১০ জন। করোনা ওয়ার্ডে বর্তমানে করোনা রোগী ধারণের ঠাঁই নেই।
No comments
please do not enter any spam link in the comment box.