খুলনা বটিয়াঘাটা উপজেলা পরিষদে সাড়ে ৬ কোটি টাকার বাজেট ঘোষণা - খুলনার খবর
মহিদুল ইসলাম ( শাহীন) বটিয়াঘাটা খুলনা// কেএমএসএস সহযোগিতায় বটিয়াঘাটা উপজেলা পরিষদের আয়োজনে আজ সোমবার (২১জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের ২০২১/২০২২ অর্খ বছরের বাজেট পেশ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন কেএমএসএস নির্বাহী পরিচালক আফরোজা আক্তার মন্জু। কেএমএসএস এর শামিমা পারভিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, আঃ হাদী সরদার, গোলাম হাচান, আশিকুজ্জামান আশিক, মিলন গোলদার, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি হিরামন মন্ডল সাগর, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, প্রানি সম্পদ অফিসার বন্কিম হালদার, প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা শফিউল ইসলাম, ডাঃ আবু হোসেন, নির্বাচন অফিসার আঃ সাত্তার, জনস্বাস্থ্য প্রকৌশলী হাসিবুর রহমান, প্রাঃ শিক্ষা অফিসার আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী, যুব উন্নয়ন অফিসার মোনায়েম খান, ইউপি সদস্য বিউটি বিশ্বাস প্রমুখ।
সংযোজন ও বিয়োজনের মাধ্যমে বাজেট অনুমোদিত হয়। ৬ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা ব্যায়ের বাজেট অনুমোদিত হয়।
No comments
please do not enter any spam link in the comment box.